নওগাঁর মান্দায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ হারালেন জব্বার

আপডেট: April 2, 2025 |
inbound3350432070771845787
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে রহস্যজনকভাবে প্রাণ হারিয়েছেন জব্বার (৪৫)।

ঘটনার দুই দিন পর উপজেলার কশব ইউনিয়নের এক ইটভাটার পাশে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা।

নিহত জব্বার উপজেলার ১৩ নং কশব ইউনিয়নের মো. ফজের আলীর ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জব্বার দীর্ঘদিন ধরে স্থানীয় এক ব্যক্তির কাছে কিছু টাকা পাওনা ছিলেন। ঘটনার দিন তিনি পাওনা টাকা চাইতে গেলে আর বাড়ি ফেরেননি।

পরে তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে দুই দিন পর এলাকাবাসী ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

Share Now

এই বিভাগের আরও খবর