ঠাকুরগাঁওয়ে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর অভিযান

আপডেট: April 3, 2025 |
inbound7348715289513996678
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। এ সময় যাত্রীবাহিবাস, মোটরসাইকেল, প্রাইভেটকার ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করতে দেখা গেছে।

এছাড়াও গাড়ির ভেতর অবৈধ কোনও কিছু আছে কিনা সেটাও তল্লাশি করেছে সেনাবাহিনীর সদস্যরা।

বুধবার (২ এপ্রিল) দুপুরে সেনাবাহিনীর অস্থায়ী ঠাকুরগাঁও ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার কুতুবউদ্দিনের নেতৃত্বে জেলা শহরের বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে অভিযান শুরু হয়। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যরাও যুক্ত ছিল।

যৌথ অভিযানে শহরের বাসস্ট্যান্ড গোল চত্বর, সত্যপীর ব্রীজ, পল্লীবিদ্যুৎ এলাকাসহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করেন তারা।

এসময় সেনাবাহিনীর কয়েকটি টিমে ভাগ হয়ে যাত্রীবাহিবাস, মোটরসাইকেল, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনগুলোকে আলাদা আলাদাভাবে চেক করেছে।

গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় বেশ কয়েকটি গাড়ির বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার কুতুবউদ্দিন জানান, জননিরাপত্তার স্বার্থে এ অভিযান চলমান থাকবে।

তিনি আরো বলেন,ঈদ উৎসবকে ঘিরে চোরাকারবারিরা এক স্থান থেকে অন্য স্থানে অবৈধ মালামাল সরবরাহ করে থাকে।

যাতে করে আইনশৃংখলার অবনতির শংকা রয়েছে। আর সেকারনেই জননিরাপত্তায় সেনাবাহিনী মাঠ পর্যায়ে চেকপোস্ট বসিয়ে কাজ করছে।

Share Now

এই বিভাগের আরও খবর