বগুড়ার চাঞ্চল্যকর রাশের হত্যা মামলার আসামী বাবুল গ্রেফতার


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রাশের মিয়া(২৭) কে হত্যা কান্ডের ঘটনা এজহারনামীয় ১৯ নং আসামী মোঃ বাবুল(৪২) কে গ্রেফতার করেছে র্যাব।
০৭ এপ্রিল (সোমবার) র্যাব-১২ বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলার রাশেদ হত্যা মামলার ১৯ নং আসামী বাবুককে আদমদীঘি থানাধীন বড় জিনইর এলাকা থেকে গ্রেফতার করে।
র্যাব-১২, বগুড়া কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নিশ্চিত করা হয়।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,গত ০৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে জেলার সোনাতলা থানার পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি গঠনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতা মোতাবেক ওৎ পেতে থাকা ২৫-৩০ জান সন্ত্রাসী রাশেদকে হত্যা কারার উদ্যত হয়ে হাতে রামদা, চাকু, ইট, হকিস্টিক, লাঠি, রড,দা, হাসুয়া,এসএস পাইপ, দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মারতে থাকে।
একপর্যায়ে প্রাণভয়ে তার মোটরসাইকেল ফেলে পাকুল্লা স্কুলের পার্শ্ববর্তী আব্দুল হামিদ মিস্ত্রির বাড়িতে আশ্রয় নেয়।পরে আসামীগণ বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রামদা দ্বারা হত্যার উদ্দেশ্যে রাশেদের মাথার মাঝখানে কোপ দিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে।
স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।এঘটনার পেক্ষিতে মৃত রাশেদের মা বাদী হয়ে বগুড়া জেলার সোনাতলা থানায় গত ১৭ ফেব্রুয়ারি হত্যাকারীদের বিরুদ্ধে অভিযোগ করলে দায়ের করলে একটি হত্যা মামলা রুজু হয়।
বগুড়া জেলার সোনাতলা থানার মামলা নং-০৭ তারিখ ১৭-০২-২০২৫, ধারা ৩০২/৩৪ দাঃ বিঃ।উক্ত ঘটনার সাথে সাথে র্যাব-১২, বগুড়া এজাহার নামীয় আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতা ০৭-০৪-২৫ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে,উল্লেখিত হত্যা মামলার এজাহার নামীয় ১৯নং আসামী আদমদীঘি থানার বড় জিনইর এলাকায় অবস্থান করছেন।
উক্ত তথ্যের ভিত্তিতে ০৭ এপ্রিল রাত আনুমানিক ২.৪৫ ঘটিকায় র্যাব- ১২ বগুড়ার একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে বাবুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রাথমিক ভাবে হত্যাকান্ডের কথা স্বীকার করে।
র্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান,ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার বিকালে বগুড়ার সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।