ঢাকায় আসছেন ট্রাম্পের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা

আপডেট: April 8, 2025 |
inbound5795999416725708048
print news

চল‌তি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মা‌র্কিন প্রশাসনের দুই জ্যৈষ্ঠ কর্মকর্তা। তা‌রা হলেন- মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক এবং পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয়বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিক ও অ্যান্ড্রু আর হেরাপ।

একই সময়ে ঢাকায় আসার কথা র‌য়ে‌ছে মিয়ানমারে নিযুক্ত মা‌র্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের।

ট্রাম্প প্রশাসনের এই দুই কর্মকর্তা আগামী ১৫ ও ১৬ এপ্রিল ঢাকায় পৌঁছাবেন। সূত্র জানায়, ঢাকা সফরকালে তারা বাংলাদেশ সরকারের সংস্কার ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

আগামী ১৫-১৮ এপ্রিল ঢাকা সফর করবেন মার্কিন কূটনীতিক নিকোল। ঢাকা সফরে সংস্কার ও গণতান্ত্রিক পথে ফেরত আনার বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।

সফরকালে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবেন। এ ছাড়া প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন পর্যায়ে তার বৈঠক করার কথা রয়েছে।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর এটিই হতে যাচ্ছে দেশটির উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদলের প্রথম বাংলাদেশ সফর। নিকোল অ্যান চুলিকের ঢাকায় আসার একদিন পর আগামী ১৬ এপ্রিল ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ।

Share Now

এই বিভাগের আরও খবর