বগুড়ায় শ্রুতিলেখকের সাহায্যে এসএসসি পরীক্ষা দিলেন রাতুল

আপডেট: April 11, 2025 |
inbound7417576620295207218
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধনুট উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ডান হাত আকেজো হওয়ার শ্রুতিলেখকের সহযোগিতায়,এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইমরান হাসান রাতুল।

১০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টায় ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেন তিনি।

ইমরান হাসান রাতুল ধুনট উপজেলাধীন গোপালনগর গ্রামের আব্দুল আলিমের ছেলে।

তিনি খাটিয়ামারী উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

ইমরান হাসান রাতুলকে পরীক্ষার হলে শ্রুতিলেখক হিসাবে লিখে দিচ্ছেন একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী হোসাইন কবীর।

এসএসসি পরীক্ষার্থী ইমরান হাসান রাতুল জানান,গত ২৮ জানুয়ারি সিরাজগঞ্জের সীমান্ত বাজার এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেল রেখে তিনি দাঁড়িয়ে ছিলেন।

এসময় দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিয়ে মোটরসাইকেলসহ তাকে ফেলে দেয়।এতে তার ডান হাতটি ভেঙে যায়।

অনেক চিকিৎসার পরও ডান হাতটি আকেজো হয়ে পড়ে।ফলে লেখা-পড়াসহ সব কাজকর্ম ব্যহত হয়। নিজে লিখতে না পারায় হোসাইন কবীরকে শ্রুতিলেখক নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

বাংলা বিষয়ে অনেক ভালো পরীক্ষা দিয়েছে বলে জানান। দুর্ঘটনাকবলিত প্রতিবন্ধকতাকে জয় করে জ্ঞানের আলোয় আলেকিত হওয়ার পাশাপাশি কিছু একটা করে বাঁচতে চান রাতুল।

ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষার কেন্দ্র সচিব আবুল কালাম আজাদ বলেন,শিক্ষা বোর্ড থেকে অনুমতি নিয়ে ইমরান হাসান রাতুল শ্রুতিলেখক দিয়ে পরীক্ষা দিচ্ছে।

নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের চেয়ে পরীক্ষায় তাকে অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হয়েছে। তার এই ইচ্ছা শক্তিকে আমরা সাধুবাদ জানাই।আশা করি সে ভালো ফলাফল করবে।

Share Now

এই বিভাগের আরও খবর