গাজীপুর নানা কর্মসূচির মধ্যে দিয়ে নববর্ষ উদযাপন 

আপডেট: April 15, 2025 |
inbound6290893421848341472
print news

মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি :নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২।

সোমবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া পহেলা বৈশাখের শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে বৈশাখী মেলা চত্তরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, গাজীপুরের সিভিল সার্জন ডা: মো: মামুনুর রহমান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোতাছেম বিল্যাহ প্রমুখ অংশ নেন। এছাড়াও শোভাযাত্রায় সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংগঠন অংশ নেন।

এবারের শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরা হয়।

পরে গাজীপুরে জেলা প্রশাসনের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে বেলুন উড়িয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন। পরে মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও গাজীপুর মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে পহেলা বৈশাখের শোভাযাত্রা করেন, জেলার ৫ উপজেলার বিভিন্ন স্থানে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্ব স্ব উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর