লালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে যুবক কে ধরে নিয়ে গেল বিএসএফ

আপডেট: April 19, 2025 |
inbound8431276282334503776
print news

রেজাউল ইসলাম, হাতীবান্ধা প্রতিনিধি: লালমনিরহাট পাটগ্রাম সীমান্তে এবার বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করে এক যুবককে  কাঁটাতারের বেড়ায় বেঁধে নির্যাতন করে,বিএসএফ,র হাতে তুলে দিয়েছে ভারতীয় লোকজন।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রাম ডাঙ্গার পার এলাকায় ৮০১ নং মেইন পিলারের ১০/১১ সাব পিলারের মাঝামাঝি এ ঘটনা ঘটে।নির্যাতনের শিকার ওই যুবক জমগ্রাম ১ নং ওয়ার্ডের নুর হোসেনের পূত্র আজিনুর রহমান(২৪)। ওই যুবক বর্তমানে ভারতের বিএসএফ সদস্যদের হেফাজতে রয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের কোচবিহারের মাথাভাঙ্গা থানার ঝোংপাড়া এলাকা ও লালমনিরহাটের পাটগ্রামের বাউরা ইউনিয়নের জমগ্রামের ডাঙ্গাটারি এলাকা পাশাপাশি।

দুপুরে এই সীমান্ত-লাগোয়া বাংলাদেশ অংশের ভুট্টাখেত থেকে গরুকে খাওয়ানোর জন্য পাতা আনতে যান আজিনুর।

এ সময় ভারতের কোচবিহার ৩০ বিএসএফ ব্যাটালিয়নের সরস্বতী ক্যাম্পের টহল দলের সদস্যরা ঝোংপাড়া এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে চোরাকারবারি সন্দেহে আজিনুরকে আটক করেন।

ঘটনা জানার পরই বিজিবির ডাঙ্গাটারি ক্যাম্প থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়। কিন্তু ৩ ঘণ্টা পার হলেও বিএসএফের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

বাউরা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আসাদুল ইসলাম বলেন, বিএসএফ বাংলাদেশি যুবক আজিনুরকে ধরে নিয়ে গেছে। সে চোরাকারবারি নয়।

এ বিষয়ে বিজিবির ডাঙ্গাটারি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ।

Share Now

এই বিভাগের আরও খবর