জয়পুরহাটে কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও বেল্ট বিতরণী অনুষ্ঠিত


জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে খালি হাতে আত্মরক্ষার আধুনিক কৌশল রপ্ত করা মার্শাল আর্ট কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও বেল্ট বিতরণ করা হয়েছে।
জয়পুরহাট কিং কুইন জীম এন্ড কারাতে একাডেমীর আয়োজনে শনিবার বেলা সাড়ে ১১ টায় প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্যাটাগরি ভেদে বেল্ট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
অনুষ্ঠানে জয়পুরহাট মাতৃভূমি অর্টিজম স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আ,স,ম তিতাস মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক কবীর আকবর চৌধুরী তাজ।
এ সময় কিং কুইন জীম এন্ড কারাতে একাডেমীর পরিচালক ও প্রশিক্ষক আমানুল্লাহ আমানের পরিচালনায় কারাতে প্রতিযোগিতার শেষে ১৪ টি ইয়োলো, ৫ টি অরেঞ্জ, ২ টি গ্রিন, ১ টি ব্লু এবং ১ টি ব্রাউনসহ মোট ২৩ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও বেল্ট বিতরণ করেন অতিথিরা।
উক্ত অনুষ্ঠানে কারাতে শিক্ষার্থী, প্রশিক্ষণার্থীদের অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন।