শিবগঞ্জে কৃষকের বাঁশ বাগানের শতাধিক বাঁশ কেটে প্রাচীর নির্মাণের অভিযোগ

আপডেট: April 23, 2025 |
inbound2979181291455366947
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের রায়নগর ইউনিয়ন হাজারবাড়ী গ্রামে ৫ শতক জায়গায় অবস্থিত বাঁশ বাগানের শতাধিক বাঁশ জোরপূর্বক কেটে নিয়ে ইট দ্বারা প্রাচীর নির্মাণের থানায় অভিযোগ।

২২ এপ্রিল (মঙ্গলবার) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা রায়নগর ইউনিয়নের হাজরাবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার রায়নগর ইউনিয়নের হাজরাবাড়ী গ্রামের মৃত হায়পত আলীর ছেলে কৃষক বাচ্চু মিয়া তফশিল বর্ণিত সম্পত্তি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হইয়া দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছে।

হঠাৎ করে মঙ্গলবার সকালে একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এনামুল হক ও রেজাউসহ বেশ কয়েক জন একত্রিত হয়ে উক্ত বাঁশ বাগানের শতাধিক বাঁশ কেটে ফেলে।

এ নিয়ে বর্তমানে উক্ত গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
এ বিযয়ে কৃষক বাচ্চু মিয়া বলেন, আমাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত দখলীয় বাঁশ বাগানে প্রতিপক্ষরা জোর পূর্বক হামলা চালিয়ে শতাধিক বাঁশ কেটে উক্ত জায়গায় ইট দ্বারা প্রাচীর নির্মাণ করছে।

এব্যাপারে অপর পক্ষ রেজাউল ইসলাম মুঠোফোনে বলেন, আমাদের জায়গায় বাঁশ বাগান ছিল। তাই আমরা বাঁশ কেটে প্রাচীর নির্মাণের কাজ করছি।

শিবগঞ্জ থানার অফিস ইনচার্জ(ওসি) শাহীনুজ্জামান শাহীন এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর