সিলেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর ইকরাম চৌধুরী আর নেই

আপডেট: April 24, 2025 |
inbound8864849463344006730
print news

ফাহিম আহমদ, সিলেট প্রতিনিধি: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর এবং পীরমহল্লা প্রভাতী সংঘের সভাপতি ইকরাম চৌধুরী (৫১) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।

বুধবার (২৩ এপ্রিল) সকালে আল-হারামাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে খেলায় দ্বায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থবোধ করলে তাকে দ্রুত সিলেট আল-হারামাইন হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় (৫১) বছর।

তার মৃত্যুতে সিলেটের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও বন্ধুবান্ধবরা তাকে একজন নিষ্ঠাবান, দায়িত্বশীল ও সদা হাস্যোজ্জ্বল মানুষ হিসেবে স্মরণ করছেন।

পীরমহল্লা প্রভাতী সংঘের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

ইকরাম চৌধুরীর নামাজে জানাজা ও দাফনের বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে পরে জানানো হবে।

Share Now

এই বিভাগের আরও খবর