এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

আপডেট: April 27, 2025 |
boishakhinews 68
print news

ইন্দোনেশিয়ার জাকার্তায় চলমান এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে চমক দেখিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ফাইনালে যাওয়া হয়নি তাদের। ফাইনালে যাওয়ার লড়াইয়ে ওমানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ৪-৫ ব্যবধানে হেরে বিদায় নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।

আজ রোববার (২৭ এপ্রিল) তৃতীয় স্থান নির্ধারণী তথা ব্রোঞ্জ ম্যাচে মুখোমুখি হয়েছিল সেমিফাইনালে হারা বাংলাদেশ ও কাজাখস্তান। এই ম্যাচে কাজাখস্তানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ।

প্রথম কোয়ার্টারে ম্যাচের তৃতীয় মিনিটে আরশাদ হোসেন ফিল্ড গোল করে এগিয়ে নেন বাংলাদেশকে। এরপর তৃতীয় কোয়ার্টারে (৩৭ মি.) পেনাল্টি কর্নার থেকে আশরাফুল গোল করে ব্যবধান বাড়ান। আর চতুর্থ কোয়ার্টারে ৪৭ মিনিটে রাকিবুল হাসান ফিল্ড গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

 

Share Now

এই বিভাগের আরও খবর