বায়তুল মোকাররম এফ ক্যাটাগরি দোকান মালিক সমিতির নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

আপডেট: April 28, 2025 |
Screenshot 2025 0428 123812
print news

বায়তুল মোকাররম এফ ক্যাটাগরি দোকান মালিক সমিতির (রেজি. নম্বর-১৮৩৪) নবনির্বাচিত কমিটিকে সংবর্ধন দিয়েছে বায়তুল মোকাররম যুব ফোরাম। শনিবার (২৭ এপ্রিল) বিকেলে এফ ক্যাটাগরি মার্কেট প্রাঙ্গণে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলারি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক খান দোলন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব ফোরামের সভাপতি নজিব উল্লাহ আরিফ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান হোসেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন সভাপতি হাজী মোহাম্মদ মহিব উল্ল্যাহ্ (রাজু খান)-এর নেতৃত্বে এফ ক্যাটাগরি দোকান মালিক সমিতির উন্নয়ন, ঐক্য এবং সৌহার্দ্যের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি হাজী মোহাম্মদ মহিব উল্ল্যাহ্ (রাজু খান) তার বক্তব্যে যুব ফোরামসহ স্থানীয় সকল ব্যবসায়ীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি যুব ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে যুব ফোরামের ইতিবাচক ভূমিকা সমাজ উন্নয়নে অনুকরণীয় হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে যুব ফোরামের সদস্যদের পাশাপাশি বায়তুল মোকাররম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এফ ক্যাটাগরির দোকান মালিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যুব ফোরামের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির হাতে ফুলের তোড়া তুলে দেন।
২০২৫–২০২৮ মেয়াদের নবনির্বাচিত এ কমিটির সভাপতি হাজী মোহাম্মদ মহিব উল্ল্যাহ্ (রাজু খান)। সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম। সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন।সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং কোষাধ্যক্ষ মাওলানা আবদুল আউয়াল।
সহকারী অর্থ সম্পাদক তোফাজ্জল হোসেন। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল।সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন। দপ্তর সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। সহকারী দপ্তর সম্পাদক মোহাম্মদ রাজু। প্রচার সম্পাদক মোহাম্মদ সোহাগ। ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নুরুন্নবী, ইমরান হোসেন ফারুক ও মো . মনির হোসেন। এ ছাড়া
উপদেষ্টা হিসেবে আছেন : মাওলানা ওহিদ উল্ল্যাহ্ চৌধুরী (প্রধান উপদেষ্টা), মোহাম্মদ সোলেমান গাজী, মোহাম্মদ নাজির আহাম্মেদ, মোহাম্মদ আবু তাহের, আদম সফিউল্লাহ, মাওলানা ফারুক এবং জাহাঙ্গীর আলম।

Share Now

এই বিভাগের আরও খবর