হলোকাস্ট বোর্ড থেকে কমলা হ্যারিসের স্বামীকে বরখাস্ত করলেন ট্রাম্প


সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডগ এমহফকে হলোকাস্ট মেমোরিয়াল কাউন্সিল বোর্ড থেকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২৯ এপ্রিল) অনলাইনে দেওয়া এক পোস্টে তা নিশ্চিত করেন ডেমোক্র্যাট দলীয় নেতা ডগ এমহফ।
এএফপি সূত্রে জানা যায়, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডগ এমহফ প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সদস্য হিসেবে ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে প্রচার চালিয়েছিলেন। সেই সময়ই তাকে বোর্ডে নিয়োগ দেওয়া হয়।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ডগ এমহফ লিখেছিলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই: হলোকাস্ট স্মরণ ও শিক্ষাকে কখনোই রাজনীতির হাতিয়ার বানানো উচিত নয়।’
ডগ এমহফ বলেন, ‘মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যাকে রাজনৈতিক বিভেদের অস্ত্র বানানো বিপজ্জনক এবং এই জাদুঘর যাদের স্মৃতি রক্ষার জন্য প্রতিষ্ঠিত, সেই ৬০ লাখ ইহুদি শহীদের প্রতি এটি চরম অসম্মান।’
দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হলোকাস্ট বোর্ড থেকে যাঁদের সরিয়ে দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে আছেন বাইডেনের সাবেক চিফ অব স্টাফ রন ক্লেইন, অভ্যন্তরীণ নীতিবিষয়ক উপদেষ্টা সুসান রাইস এবং সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেনের একজন সহকারী।
সংবাদমাধ্যমটি আরও জানায়, মঙ্গলবার সকালে বোর্ডের সদস্যদের কাছে হোয়াইট হাউস প্রেসিডেন্সিয়াল পারসোনেল অফিস থেকে এক ইমেইল পাঠানো হয়।
এতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে আপনাকে জানানো যাচ্ছে, যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মেমোরিয়াল কাউন্সিলের সদস্য হিসেবে আপনার পদ আগামী মুহূর্ত থেকে বাতিল বলে গণ্য।’
১৯৮০ সালে মার্কিন কংগ্রেস এই কাউন্সিল গঠন করে, এর আওতায় ১৯৯৩ সালে হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে, ইহুদি ধর্মাবলম্বী ডগ এমহফ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যায়িত করেছেন।
সূত্র : নিউইয়র্ক টাইমস, এএফপি