জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

আপডেট: May 1, 2025 |
inbound5774359042406936301
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত জয়পুরহাটে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রমিক সংগঠন সকাল  সাড়ে ৯  টায় জয়পুরহাটে রামদেও বাজলা স্কুল থেকে থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণের একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ  চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট  জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার  জিন্নাহ আল মামুন,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, এনডিসি জাহাঙ্গীর আলম, বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক  আব্দুল ওয়াহাব, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত, জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম, জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।

র‍্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার  রাজনৈতিক দলসমূহের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন  সামাজিক  সংগঠন, শ্রমিক সংগঠন,  শিক্ষা  প্রতিষ্ঠান  এবং  সাধারণ শ্রমিকরা  সক্রিয় ভাবে অংশগ্রহণ  করেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার ঐতিহাসিক এ দিনে যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে শ্রমিক অধিকার স্বীকৃতি পেয়েছে তাদেরসহ দেশের সব মেহনতি মানুষের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

Share Now

এই বিভাগের আরও খবর