প্রবাসীদের পক্ষে দাঁড়ালেন হাসনাত

আপডেট: May 1, 2025 |
inbound2245730971194588932
print news

প্রবাসী শ্রমিকদের নাগরিক অধিকার ও মর্যাদা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের দেশ কী দিতে পেরেছে? তারা বিদেশে শ্রম দিয়ে বৈদেশিক মুদ্রা পাঠালেও দেশে ফিরে এসে অনেক সময় পরিবারের বোঝা হয়ে যান।

মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর বাংলামটরে এনসিপির শ্রমিক উইংয়ের আয়োজিত মতবিনিময় সভায় এ প্রশ্ন তোলেন তিনি।

হাসনাত বলেন, শ্রমিকদের অধিকারের জায়গা আমরা এখনও প্রতিষ্ঠিত করতে পারিনি। ভোট সংস্কৃতির কারণে শ্রমিকরা সংখ্যায় খাতা কলমে থেকে গেছেন।

আমরা চাই, প্রতিটা মানুষ এবং শ্রমিক নাগরিক হয়ে উঠবে। ক্ষমতায় যারাই আসুক তাদের মনে রাখতে হবে শ্রমিকদের অধিকার বুঝিয়ে দেয়া আপনার কর্তব্য।

প্রবাসী শ্রমিকদের নিয়ে এনসিপির মুখ্য সংগঠক আরও বলেন, প্রবাসী শ্রমিকদের দেশ কী দিতে পেরেছে? তারা দেশে ফিরে আসার পর পরিবারের বোঝা হয়ে যায়।

ক্ষমতা নির্ধারণে যাতে প্রবাসীদেরও ভোটের মূল্যায়ন হয়, সেটা আমরা চাই। তাদের বঞ্চিত করে নির্বাচন আরেকটি বৈষম্যের শামিল।

আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট প্রয়োগের অধিকার দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান হাসনাত আব্দুল্লাহ।

Share Now

এই বিভাগের আরও খবর