ভারতীয় বিমানবাহিনী প্রধানের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক

আপডেট: May 5, 2025 |
inbound4339444588614788334
print news

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং। পাকিস্তানের সঙ্গে অব্যাহত উত্তেজনার মধ্যে আজ রোববার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই পর্যটক। এ হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে নয়াদিল্লি।

তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছে পাকিস্তান। ওই হামলার পর থেকে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়।

ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেশটির বিমানবাহিনী প্রধানের এই বৈঠকের বিষয়টি সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

এর আগে গতকাল শনিবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী। এ সময় আরব সাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথের সার্বিক পরিস্থিতির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন নৌবাহিনী প্রধান।

এর আগে সফররত অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোয়াও লরেনচোর সঙ্গে শনিবার বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী বলেন, পেহেলগাম হামলার জন্য দায়ী সন্ত্রাসীদের এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ‘কঠোর ও চূড়ান্ত’ পদক্ষেপ নেওয়ার বিষয়ে ভারত অঙ্গীকারবদ্ধ।

পেহেলগামে হামলার এক সপ্তাহের মাথায় ২৯ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী মোদি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন।

বৈঠকে ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতার ওপর পূর্ণ আস্থার কথা জানান তিনি। নরেন্দ্র মোদি বলেছিলেন, ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময়, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর পূর্ণ স্বাধীনতা রয়েছে।

নরেন্দ্র মোদির ওই বক্তব্যের পর পাকিস্তানে যেকোনো সময় ভারতের হামলার আশঙ্কা করছেন কেউ কেউ। ইতিমধ্যে দুই দেশের মধ্যে সীমান্তে গোলাগুলি, নাগরিকদের ভিসা বাতিল, চুক্তি স্থগিত, কূটনীতিক বহিষ্কারসহ পাল্টাপাল্টি নানা পদক্ষেপ অব্যাহত রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর