নিউ জিল্যান্ড এ দলকে হারাল বাংলাদেশের টাইগাররা

আপডেট: May 5, 2025 |
boishakhinews 12
print news

নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশকে এগিয়ে রাখা হচ্ছিল। মাঠেও দেখা গেল তার প্রতিফলন। দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে খালেদ আহমেদ এবং শরিফুল ইসলামদের বোলিং তোপে ৩৪.৩ ওভারে ১৪৭ রানেই গুটিয়ে গেল নিউ জিল্যান্ড।

সোমবার (০৫ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউ জিল্যান্ডের অধিনায়ক নিক কেলি। ফিল্ডিং করতে নেমেই নিজেদের বোলিং ইউনিটের শক্তি দেখিয়ে দেয় বাংলাদেশ।

শুরু থেকেই বাংলাদেশের দুই পেসার খালেদ আহমেদ এবং শরিফুল ইসলাম গতির ঝড় তোলেন। সেই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় কিউই ব্যাটিং লাইনআপ। আসা-যাওয়ার মিছিলে যোগ দেন তারা। তাতে পঞ্চাশের আগে ৫ উইকেট হারানো কিউইরা একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল। তাদের মান রক্ষা করেন সাত নম্বরে নামা ডি ডিন ফক্সক্রফ্ট। তিনি সর্বোচ্চ ৭২ রান করেন ৬৪ বলে। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ বলে ৪২ রান করেন ওপেনার রেইস মারিউ।

 

দলের বাকি ৯ ব্যাটারের সবাই আউট হয়েছেন মোবাইল ডিজিটের ঘরে। এর মধ্যে টপ অর্ডারের ৪ জনসহ মোট ৫ ব্যাটার কোনো রান না করেই ফিরে গেছেন ড্রেসিংরুমে।

নিউ জিল্যান্ডের ইনিংসে ব্যাটিং ধ্বস নামানোর দুই কারিগর খালেদ ও শরিফুল। তাদের সঙ্গে যোগ দেন স্পিনার তানভীর ইসলামও। খালেদ ও তানভীর সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন। শরিফুল ও এবাদত হোসেন নেন ২টি করে উইকেট।

Share Now

এই বিভাগের আরও খবর