বগুড়ায় বিআরটিএ অফিসে দুদকের অভিযান

আপডেট: May 7, 2025 |
inbound6586661199866494595
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার বিআরটিএ অফিসে যানবাহন রেজিষ্ট্রেশন, ফিটনেস সনদ ও ড্রাইভিং লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে দালালদের দৌরাত্বের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে।

০৬ ম (বুধবার) দুপুরে দুদকের বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিয়ান পরিচালিত হয়।

অভিযানকালে দুদকের কর্মকর্তার বিআরটিএ অফিসের বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেন।

দুদক কর্মকর্তারা তারা প্রথমে ছদ্মবেশে বিআরটিএ অফিসে যান। তবে অভিযোগের বিষয় নির্দিষ্টভাবে কাউকে শনাক্ত করতে পারেননি।

পরে তারা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং অফিস চত্বরে ডিজিটাল নির্দেশনা বুঝিয়ে দেওয়া ও সচেতনতামূলক লিফলেট বিতরণের পরামর্শ দেন।

বগুড়া দুদক কার‍্যযালয়ের সহকাী পরিচালন জহিদুল ইসলাম জানান,বিআরটিএর রেকর্ড-সংগৃহিত রেকর্ডপত্র যাচাই- বাচাই করে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর