যুদ্ধের কারনে আইপিএলের মত পিএসএল ও স্থগিত

আপডেট: May 10, 2025 |
boishakhinews 33
print news

চলমান রাজনৈতিক অস্থিরতা ও ভারতের আক্রমণাত্মক মনোভাবকে কেন্দ্র করে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)–এর দশম আসরের বাকি ম্যাচগুলো স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃহস্পতিবার (৮ মে) এক আনুষ্ঠানিক ঘোষণায় এ সিদ্ধান্ত জানায় পিসিবি।

বোর্ড জানায়, প্রধানমন্ত্রী মিয়াঁ মোহাম্মদ শেহবাজ শরিফের সরাসরি পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি মনে করছেন, ভারতের বেপরোয়া আগ্রাসনের প্রেক্ষাপটে এখন দেশের অগ্রাধিকার হওয়া উচিত সেনাবাহিনীর সাহসিকতাকে সম্মান জানানো এবং জাতীয় সংহতি বজায় রাখা।

এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘‘পিএসএলের চলতি আসরের বাকি থাকা আটটি ম্যাচ আপাতত স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পরামর্শ অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যিনি মনে করেন বর্তমান পরিস্থিতিতে দেশের মনোযোগ ও আবেগ থাকা উচিত আমাদের সেনাবাহিনীর সাহসিকতায়, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপসহীনভাবে লড়াই করছে।’’

 

পিসিবি আরও জানায়, টুর্নামেন্টের সফল আয়োজন নিশ্চিত করতে বিভিন্ন অংশীজনদের অবদান ছিল প্রশংসনীয়। তবে দেশ যখন সংকটের মুখোমুখি, তখন ক্রিকেটকে শ্রদ্ধার সঙ্গে বিরতি দেওয়া প্রয়োজন।

‘‘ক্রিকেট আনন্দ ও ঐক্যের প্রতীক হলেও, দেশের সংকটময় পরিস্থিতিতে খেলা কিছু সময়ের জন্য স্থগিত থাকাই যৌক্তিক। আমরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের মানসিক সুস্থতা ও বিদেশি খেলোয়াড়দের পরিবারের উদ্বেগকেও গুরুত্ব দিচ্ছি।’’ — বলেন বোর্ড কর্তৃপক্ষ।

পিএসএলের এবারের আসর যখন শেষ ধাপে পৌঁছেছিল, তখনই আসে এ সিদ্ধান্ত। এরই মধ্যে ২৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে, বাকি ছিল মাত্র ৮টি ম্যাচ।

পয়েন্ট টেবিলের বর্তমান চিত্র:
কোয়েটা গ্ল্যাডিয়েটরস: ৯ ম্যাচে ৬ জয়, ২ হার, ১ পরিত্যক্তে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে।
করাচি কিংস: ৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
ইসলামাবাদ ইউনাইটেড: ৯ ম্যাচে ৫ জয়, ৪ হারে সমান ১০ পয়েন্ট নিয়ে তৃতীয়।
লাহোর কালান্দার্স: ৪ জয়, ৪ হার ও ১ পরিত্যক্তে ৯ পয়েন্ট নিয়ে চতুর্থ।
পেশাওয়ার জালমি: ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম।
মুলতান সুলতানস: ৯ ম্যাচে মাত্র ১ জয় পেয়ে প্লে’অফের আগেই বিদায় নিয়েছে।

যেসব ম্যাচ স্থগিত হলো:
> করাচি কিংস বনাম পেশাওয়ার জালমি,
> পেশাওয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স,
> ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস,
> মুলতান সুলতানস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস,
> কোয়ালিফায়ার,
> এলিমিনেটর ১,
> এলিমিনেটর ২,
> ফাইনাল।

Share Now

এই বিভাগের আরও খবর