জনগণকে সেবাদানে ঢাকার প্রতিটি থানা হবে রোল মডেল: ডিআইজি রেজাউল করিম

আপডেট: May 11, 2025 |
inbound5093409215560400102
print news

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, জনগণই পুলিশের প্রকৃত শক্তি, আর সেই আস্থা পুনরুদ্ধারে সেবাকে কেন্দ্র করেই পুলিশের কার্যক্রম পরিচালিত হবে।

রোববার (১১ মে) সকালে সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিআইজি মল্লিক বলেন, ঢাকার প্রতিটি থানা, ফাঁড়ি ও সার্কেল অফিসকে জনগণের আস্থা ও সেবার প্রতীক হিসেবে রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।

তিনি জানান, প্রতিটি থানায় অভিযোগ বাক্স স্থাপন, সেবা কার্যক্রমে স্বচ্ছতা আনতে সিসিটিভি ক্যামেরা বসানো এবং সরাসরি মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা রেঞ্জের আওতাধীন ৯৮টি থানায় নাগরিক সেবার মান বাড়াতে নিয়মিত ও নিবিড় তদারকি চালানো হবে। “ঢাকার প্রতিটি থানা হবে জনগণের, এখানে কেউ সেবা থেকে বঞ্চিত হবেন না” এটাই আমাদের প্রতিশ্রুতি বলে জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর