জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের এটাই সুযোগ: আলী রীয়াজ

আপডেট: May 12, 2025 |
inbound6431701569502785532
print news

জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের এটাই সুযোগ বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ।

সোমবার (১২ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে সংলাপ শুরুর আগে এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ৫৩ বছর ধরে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির আকাঙ্ক্ষা ব্যর্থ হয়েছে বারবার। ২৪’র অভ্যুত্থানের পর সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের এটাই সুযোগ বলে জানান তিনি।

এ সময় গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেন, সংস্কারের পক্ষে আছে তাদের জোট। তবে সংস্কারে সমাজতন্ত্রের রূপরেখা থাকা উচিত উল্লেখ করে বলেন, দেশের খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে সমাজতন্ত্রের বিকল্প নেই।

Share Now

এই বিভাগের আরও খবর