ঈদের সময় ‘যাত্রীপ্রতি ২০০ টাকা’ অতিরিক্ত ভাড়া চান বাস মালিকরা

আপডেট: May 13, 2025 |
inbound2706891011425115568
print news

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে একমুখী যাত্রী পরিবহন থেকে লোকসান পোষাতে যাত্রীপ্রতি ২০০ টাকা অতিরিক্ত ভাড়া দাবি করেছেন বাস মালিকরা।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় এই দাবি জানানো হয়।

সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, ‘ঈদের সময় একমুখী যাত্রী হওয়ার কারণে ফেরার পথে ২৫ শতাংশ আসনও পূর্ণ হয় না, ফলে লোকসান হয়।

বিমান যেমন একমুখী যাত্রায় বেশি ভাড়া নেয়, আমরাও সেই পদ্ধতি চাই।

অংশীজন সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

Share Now

এই বিভাগের আরও খবর