বগুড়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আপডেট: May 14, 2025 |
inbound3228279806779758952
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সদরের গোকুল তমিরুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বক্কর ছিদ্দিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা।

১৪ মে (বুধবার) সকালে অভিযুক্ত শিক্ষক আবু বক্কর ছিদ্দিকের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

প্রত্যাক্ষদর্শী ও বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান,আবু বক্কর ছিদ্দিক দীর্ঘদিন ধরে কোচিং করানোর কথা বলে ছাত্রীদের নিজ বাসায় ডেকে নিয়ে অশোভনীয় আচরণ করে আসছেন।

বিদ্যালয়েও ছাত্রীর হাত ধরে চলাফেরা করতে দেখা যায় তাঁকে। এসব বিষয়ে অভিযোগ উঠলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোন কার্যকর পদক্ষেপ নেয়নি।

বরং গঠিত তদন্ত কমিটি অভিযোগ পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে বেলে অভিযোগ শিক্ষার্থীদের।

বিক্ষোভে অংশ নেওয়া এক ছাত্রী বলেন,”আমরা নিরাপদে পড়তে চাই”। এই শিক্ষক আমাদের জন্য হুমকি। তাঁরে বরখাস্ত করা না আমরা ক্লাসে ফিরব না।

প্রায় এক ঘন্টা ধরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখে।

এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহমুূদ মোরশেদ, একাডেমিক সুপারভাইজার জিয়াউর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা ও স্হানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছেন।

অভিযুক্ত শিক্ষকের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

অভিভাবকদের অনেকেই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এমন ঘটনা শিক্ষাঙ্গানের জন্য লজ্জা জনক।

তারাঁ সুষ্ঠ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রশাসনের আশ্বাসের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।পরে পুলিশের সহযোগিতায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানার নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, “ছাত্রীদের অভিযোগ গুরুত্বসহকারে নেওয়া হয়েছে।

আগামী ১৫ দিনের মধ্যে সুষ্ঠ তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্হা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর