মিরাজকে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করল আইসিসি

আপডেট: May 14, 2025 |
boishakhinews 55
print news

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘এপ্রিল মাসের সেরা খেলোয়াড়’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউ জিল্যান্ডের বেন সিয়ার্সকে।

ক্যারিয়ারে এই প্রথম মিরাজ আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়ার পুরস্কার জিতলেন। তবে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও নাহিদা আক্তারের পর চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতলেন তিনি।

এপ্রিল মাসজুড়ে টেস্ট ক্রিকেটে বল ও ব্যাট হাতে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন মিরাজ। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে মিরাজ ছিলেন দারুণ সব্যসাচী। সিলেট টেস্টে দল হারলেও বল হাতে দুই ইনিংসেই পাঁচটি করে মোট ১০ উইকেট তুলে নিয়ে আলো ছড়ান।

 

তার ধারাবাহিকতা আরও জ্বলে ওঠে চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে। সেই ম্যাচে মিরাজ দারুণ অলরাউন্ড নৈপূণ্য দেখান। ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরি (১০৪ রান) করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে তুলে নেন আরও একবার পাঁচ উইকেট। তার অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জয় পায়। তাতে সিরিজে ফেরে সমতা।

দুই ম্যাচের সিরিজে মিরাজ ১১.৮৬ গড়ে শিকার করেন ১৫টি উইকেট। আর ৩৮.৬৬ গড়ে রান করেন ১১৬টি। এই নিখুঁত ও ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এনে দেয় আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়ার স্বীকৃতি।

Share Now

এই বিভাগের আরও খবর