স্কুলছাত্র রিয়াদ হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট: May 15, 2025 |
inbound2430948514629600141
print news

চুয়াডাঙ্গার দামুড়হুদার ছয়ঘরি গ্রামে ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্র রিয়াদকে (১৪) কুপিয়ে হত্যা করার দায়ে আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে আসামিদের বাড়ির সামনে দাড়িয়ে নিহতের স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসিরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দর্শনা থানার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিউল্লাহ, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য মো. নাহারুল মাস্টার, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. একরামুল হোসেন, স্কুলের ছাত্রছাত্রীসহ গ্রামের গন্যমান্য ব্যাক্তিগণ। বক্তাগণ স্কুল ছাত্র রিয়াদ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।

উল্লেখ, গত সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলার ছয়ঘরি গ্রামে দুটি পরিবারের মধ্যে কথাকাটাকাটি হয়।

পরে বাইতুল্লার ছেলে মো. হযরত আলীর কাছে থাকা ধারালো হাসুয়া দিয়ে জিয়াউর রহমান কাজির ছেলে রিয়াদ হোসেনকে (১৪) দিনের বেলায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় মঙ্গলবার ৫ জনকে আসামি করে দর্শনা থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত স্কুল ছাত্রের পিতা।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ তিতুমির জানান, ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে। বাকি আসামি ধরার চেস্টা চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর