বগুড়ায় ডিবির অভিযানে আন্তঃজেলা চোরচক্রের ৭ সদস্য গ্রেফতার

আপডেট: May 16, 2025 |
inbound6443638296033724909
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় আন্তঃ জেলা অটোরিকশা চোর চক্রের সক্রিয় সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

১৫ মে (বৃহস্পতিবার) বগুড়ার সদর উপজেলা, গাইবান্ধার পলাশবাড়ী, ফুলছড়ি ও সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃ জেলা অটোরিকশা চোর চক্রের সক্রিয় ৭ (সাত) সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন- ১,মোঃ সোহেল রানা ২, মোঃ শাওন ৩,হারুন মিয়া ৪,মোঃ হাবিবুর রহমান ওরফে শাহীন ৫,মোঃ মজিদ হাওলাদার ৬,মোঃ মনিম হাওলাদার ৭,মোঃ সনজু মিয়া।

এদের মধ্যে সোহেল রানার বিরুদ্ধে দস্যুতাসহ তিনটি এবং শাওনের বিরুদ্ধে দস্যুতা,চুরি ও নারী নির্যাতনের ৬টি মামলা বিচারাধীন রয়েছে।

রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ডিবির ওসি ইকবাল বাহার।

বগুড়া ডিবির (ওসি) ইকবাল বাহার জানান,প্রথমে বগুড়া সদর উপজেলার মাটিডালী এলাকায় অভিযান চালিয়ে সোহেল, শাওন হারুন এই তিনজনকে গ্রেফতার করা হয়।

তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে হাবিবুর, মজিদ,মনিম ও সনজুকে গ্রেফতার করা হয়।

অভিযানে পলাশবাড়ী উপজেলার ঘোড়াবান্ধা বাজার এলাকার “মেসার্স শাহিন অটো অ্যান্ড ব্যাটারি হাউজ নামের একটি দোকান থেকে দুটি চোরাই ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যাক্তিরা জানান,তাঁরা পরস্পর যোগাসাজশে দীর্ঘদিন ধরে বগুড়া ও আশপাশের বিভিন্ন জেলা থেকে অটোরিকশা চুরি করে বিক্রি করে আসছিল।

এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর