জয়পুরহাটে গণঅভ্যুত্থানে আহতদের ৭৯ লাখ টাকার চেক বিতরণ

আপডেট: May 16, 2025 |
inbound5509826178729403928
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার জুলাই গণঅভ্যুত্থানে  আহত ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আহত ৭৯ জুলাই যোদ্ধাদের মাঝে সর্বমোট  ৭৯ লাখ টাকা বিতরণ করা হয়। প্রত্যেক কে ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে  জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আর্থিক অনুদানের  চেক বিতরণ করা  হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।

এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন,সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তুলশী চন্দ্র রায়, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন,  জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহবুব ।

আহতদের মধ্যে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ও জুলাই যোদ্ধা হাসিবুল হক সানজিদ, ইশরাক জাহান ইরাদ, মিস শিফা, মোরসালিন প্রমুখ।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে জয়পুরহাট জেলার আহত মোট ৭৯ জন কে ৭৯ লাখ টাকার  আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

প্রত্যেক যোদ্ধা কে ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে। তাদেরকে টাকা নয় সন্মাননা দেওয়া হয়েছে। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার ।

তিনি জুলাই যোদ্ধাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন।

পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী ফ্যাসিস্টদের আদালতে জামিনের তীব্র প্রতিবাদ জানান এবং পরবর্তীতে কোন জামিন দেওয়া হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

Share Now

এই বিভাগের আরও খবর