বাংলাদেশ ও সংযুক্ত আমিরাতের মধ‌্যকার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম‌্যাচ আজ

আপডেট: May 19, 2025 |
boishakhinews 67
print news

বাংলাদেশ ও সংযুক্ত আমিরাতের মধ‌্যকার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম‌্যাচ অনুষ্ঠিত হবে আজ। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের লড়াই অনুষ্ঠিত হবে।

সিরিজের প্রথম ম‌্যাচে ২৭ রানে জয় পায় বাংলাদেশ। সিরিজে ১-০ ব‌্যবধানে এগিয়ে। বাংলাদেশ আজ চাইবে সিরিজ নিশ্চিত করতে। অন‌্যদিকে স্বাগতিক সংযুক্ত আমিরাত দারুণ একটি জয়ের প্রত‌্যাশা করে সিরিজ বাঁচাতে চাইছে।

দুই দলের এই সিরিজটি দুই ম‌্যাচের ছিল। বিসিবি এমিরেটস ক্রিকেট বোর্ডকে বাড়তি একটি ম‌্যাচ খেলার প্রস্তাব দেয়। আইসিসির সহযোগী দেশটি পূর্ণ সদস‌্যপ্রাপ্ত বাংলাদেশের সঙ্গে খেলার সুযোগটি লুফে নিয়েছে। ফলে সিরিজটি হতে যাচ্ছে তিন ম‌্যাচের। একদিন বিরতি দিয়ে ২১ মে ম‌্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

প্রথম ম‌্যাচে ২৭ রানে ম্যাচ জিতলেও ব‌্যাটিংয়ে মন ভরেনি বাংলাদেশের অধিনায়কের। লিটন কুমার দাস মনে করেন, শেষ দিকে ব‌্যাটিংয়ে পর্যাপ্ত রান হয়নি। তার কথা, ‘‘উইকেটে ব্যাটিং করে ভালো লাগছিল। আমার মনে হয়েছে ইমন (পারভেজ) যেভাবে খেলেছে তা সত্যিই অসাধারণ ছিল। কিন্তু আমাদের ভালোভাবে শেষ করতে হবে, কারণ শেষ তিন উইকেটে আমরা খুব বেশি রান করতে পারিনি।’’

পারভেজ হোসেন ইমন চার-ছক্কার বৃষ্টিতে ৫৪ বলে ১০০ রান করেছিলেন। বাকিরা মিলে করেছিলেন ৯১। তাতে বাংলাদেশ ১৯১ রানের পুঁজি পায়। ব‌্যাটসম‌্যানরা যুৎসই পারফরম‌্যান্স করতে না পারলেও বোলাররা ছিলেন দারুণ। বিশেষভাবে পেসাররা সংযুক্ত আরব আমিরাতের ব্যাটারদের উপর আধিপত্য বিস্তার করেছেন। তিন পেসার তানজিম হাসান, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান মিলে ৭ উইকেট শিকার করেন। এই ম‌্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন নিশ্চিত। পেসার মোস্তাফিজ আইপিএল খেলতে গেছেন। তার জায়গায় আজ খেলবেন শরিফুল ইসলাম।

সিরিজ নিশ্চিত করার ম‌্যাচে পারফরম‌্যান্সের উন্নতিও দেখতে চান লিটন, ‘‘অবশ্যই, আমাদের প্রথম লক্ষ্য আরব আমিরাতের বিপক্ষে দু’টি ম্যাচেই জয়। পাশাপাশি একই সাথে আমরা সম্প্রতি যে জায়গাগুলো নিয়ে কাজ করছি সেখানে উন্নতি দেখতে চাই।’’

পরিসংখ‌্যান কিন্তু বাংলাদেশের পক্ষে কথা বলছে। দুই দল এর আগে চার ম‌্যাচে মুখোমুখি হয়েছে। ২০১৬ এশিয়া কাপে ঢাকায় প্রথমবারের দেখায় সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশ খুব সহজেই হারায়। এরপর ২০২২ সালে বাংলাদেশ একটি দ্বিপক্ষীয় সিরিজ খেলে তাদের বিপক্ষে। সিরিজের প্রথম ম‌্যাচেও সেই দাপট অব‌্যাহত। এবার সিরিজ জয়ের মিশন।

Share Now

এই বিভাগের আরও খবর