জয়পুরহাটে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ

আপডেট: May 19, 2025 |
inbound2124018426702358002
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জ্ঞান বিজ্ঞানে করবো জয়,সেরা হবে বিশ্বময় এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে ৪৬ তম জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এ বিতরণী অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ও পুরষ্কার বিতরণ করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।

inbound7341575464170856877

জেলা প্রশাসনের সহকারী কমিশনার আয়েশা সিদ্দিকা তাওহীদ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সহকারী কমিশনার ভূমি রাজীব কুমার বিশ্বাস, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ, মাহবুবুল হক, তানভীর উল আলম প্রমুখ ।

পরে জেলা প্রশাসক বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং গবেষণা মূলক প্রজেক্ট গুলো দেখেন।
মেলয়া ৫ টি উপজেলা থেকে ৩৫  টি স্টল অংশগ্রহন করে।

Share Now

এই বিভাগের আরও খবর