অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা

আপডেট: May 21, 2025 |
inbound8615243184672060485
print news

মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর ওপর হামলা চালিয়েছেন অটোপাস দাবি করা শিক্ষার্থীরা।

বুধবার (২১ মে) বেলা ১২টার দিকে প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ২০২২ সালের স্নাতক (পাস) পরীক্ষার্থীরা অটোপাসের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করতে থাকেন।

এক পর্যায়ে ভিসি কার্যালয়ে প্রবেশ করার সময় শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরেন।

এ সময় তাদের মধ্যে লুকিয়ে থাকা কিছু ছাত্র নামধারী দুষ্কৃতকারী হামলা করেন। এতে তিনি কিছুটা আহত হন।

তিনি জানান, অটোপাসের দাবিতে কয়েক মাস আগেও বহুবার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুদৃঢ় অবস্থানের কারণে এ স্নাতক (পাস) কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়। যাতে ৬৯ শতাংশ পরীক্ষার্থী পাস করে।

করোনা মহামারী ও অন্যান্য রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনা করে এ ব্যাচের শিক্ষার্থীদের ইতোমধ্যে গ্রেস মার্ক দিয়ে পাস করানো হয়েছে।

এছাড়া এদের খাতা পুনঃমূল্যায়নের সুযোগও দেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন মহলের উস্কানিতে এ ব্যাচের কিছু অকৃতকার্য শিক্ষার্থী আবার অটোপাসের দাবিতে বুধবার হঠাৎ উপাচার্য মহোদয়ের ওপর ন্যাক্কারজনক হামলা চালায়।

তিনি আরও জানান, কোনো অবস্থাতে কোনো ব্যাচের শিক্ষার্থীদের অটোপাস জাতীয় বিশ্ববিদ্যালয় দিবে না। আজকের এ ন্যাক্কারজনক হামলার ব্যাপারে হামলাকারীদের চিহ্নিত করে মামলা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর