মাউন্ট এডোরা হসপিটালে প্রথমবারের মতো সফলভাবে হার্টের CRT-D ডিভাইস প্রতিস্থাপন

আপডেট: May 21, 2025 |
inbound8000590810605974705
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: ৮০ বছর বয়সী এক বৃদ্ধা, যিনি দীর্ঘদিন থেকে শ্বাসকষ্ট ও বুক ধড়ফড় করার মতো উপসর্গ নিয়ে মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়ায় অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান-এর তত্ত্বাবধানে ভর্তি হন।

প্রয়োজনীয় পরীক্ষা নীরিক্ষার পর চিকিৎসক রোগীর Dilated Cardiomyopathy (DCM) রোগ নির্ণয় করেন।

প্রাথমিক চিকিৎসা শুরুর পরেও যখন রোগীর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি, তখন চিকিৎসক অভিভাবক ও আত্মীয় স্বজনদের সঙ্গে পরামর্শক্রমে হার্টের CRT-D ডিভাইস প্রতিস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন।

অবশেষে বুধবার (২১ মে) সকালে রোগীর শরীরে সফলভাবে CRT-D (Cardiac Resynchronization Therapy with Defibrillator) ডিভাইস প্রতিস্থাপন করা হয়েছে।

মাউন্ট এডোরা হসপিটালের ক্যাথল্যাবে এই অত্যাধুনিক প্রক্রিয়াটি প্রথমবারের মতো CRT-D ডিভাইস সফলভাবে স্থাপন করা হলো।

প্রক্রিয়াটি পরিচালনা করেন দেশের খ্যাতনামা অ্যারিদমিয়া বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আতাহার আলী, মাউন্ট এডোরা ক্যাথল্যাবের পরিচালক অধ্যাপক ডা. মুহাম্মদ শাহাবুদ্দীন, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. আজিজুর রহমান রোমান-এর নেতৃত্বে ডাঃ অজয় কুমার দত্ত সহ অভিজ্ঞ মেডিকেল টিম।

এ্যানেস্থেশিয়ার দায়িত্ব পালন করেন হসপিটালের ইন-হাউজ এ্যানেস্থেসিয়োলজিস্ট ডা. রায়হান আহমেদ।

মহান আল্লাহর অশেষ রহমতে জটিল এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে এবং রোগী বর্তমানে আগের তুলনায় অনেক ভালো আছেন।

হসপিটালের পরিচালক মেডিকেল সার্ভিসেস ডাঃ সৈয়দ মাহমুদ হাসান প্রসিডিউর টিমের সকলকে ধন্যবাদ দিয়ে বলেন সকল ধরনের কার্ডিয়াক ইন্টারভেনশন সেবা এখন সিলেটেই সম্ভব — যা এই অঞ্চলের হৃদরোগীদের জন্য আশার আলো।

নোট: CRT-D (Cardiac Resynchronization Therapy with Defibrillator) হলো একটি বিশেষ ধরনের হার্ট ডিভাইস, যা হার্টের ছন্দ ঠিক রাখতে এবং জীবনের ঝুঁকি কমাতে সহায়তা করে। এই ডিভাইসটি মূলত দুটি কাজ করে:

1. Cardiac Resynchronization Therapy (CRT): CRT হৃৎপিণ্ডের ডান ও বাম দিকের পাম্প করার কাজ একসাথে ও সঠিক ছন্দে করার জন্য বৈদ্যুতিক সংকেত পাঠায়।

এটি মূলত হার্ট ফেইলিউর (Heart Failure) রোগীদের জন্য ব্যবহৃত হয়, যাদের হার্ট ঠিকমতো পাম্প করতে পারছে না।

2. Implantable Cardioverter Defibrillator (ICD): এই অংশটি হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট বা মারাত্মক অ্যারিথমিয়া (অনিয়মিত হার্টবিট) হলে স্বয়ংক্রিয়ভাবে বৈদ্যুতিক শক দিয়ে হার্টবিটকে স্বাভাবিক করতে পারে। এটি হঠাৎ মৃত্যু রোধে কার্যকর।

Share Now

এই বিভাগের আরও খবর