বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার মিছিল

আপডেট: May 21, 2025 |
inbound2262341519154037333
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়ননের ১৩তম ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমর্থিত ১৮জন প্রার্থীর পক্ষে প্রচার,মিছিল ও পরিচিতি সমাবের অনুষ্ঠিত হয়েছে।

২১ মে (বুধবারে) বিকেলে বগুড়া আইন কলেজ মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমর্থিত ১৮জন প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে প্রচার ও মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু’র সভাপতিত্বে ও শহর সভাপতি আজগর আলীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান প্রধান উপদেষ্টা ও শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক,উপদেষ্টা ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের আইন উপদেষ্টা এ্যাডভোকেট শাহীন মিয়া,উপদেষ্টা আব্দুস সালাম তুহিন, উপদেষ্টা অধ্যক্ষ ইকবাল হোসেন, শহর জামায়াতের সেক্রেটারী মাষ্টার আনোয়ারুল ইসলাম, পরিবহন শ্রমিক সভাপতি এজাজুল হক আসলাম, জহুরুল ইসলামসহ প্রমূখ।

আইন কলেজ থেকে প্রচার মিছিল বের হয়ে স্টেশন রোড মোটর শ্রমিক অফিসের সামনে দিয়ে সাতমাথা মুক্ত মঞ্চে এসে সংক্ষিপ্ত সমাবেশে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

এ সময় প্রধান অতিথি সকল মোটর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৮জন প্রার্থীকে মূল্যবান ভোট দানের আহবান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর