ঈদযাত্রায় ট্রেনের ৪ জুনের টিকিট মিলছে আজ

আপডেট: May 25, 2025 |
inbound8331289208441760992
print news

আসন্ন ইদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যেসব যাত্রী আগামী ৪ জুন ভ্রমণ করতে চান তাদের আজ রবিবার (২৫ মে) টিকিট কাটতে হবে।

রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের, দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে।

এই টিকিট কেবলমাত্র রেলওয়ের অনলাইন প্ল্যাটফর্ম — রেলসেবা অ্যাপ ও ওয়েবসাইট (eticket.railway.gov.bd) — এর মাধ্যমে সংগ্রহ করা যাবে। স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার কোনো সুযোগ থাকছে না।

ঈদের আগাম টিকিটের সময়সূচি:

বাংলাদেশ রেলওয়ের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী—

২১ মে: ৩১ মে’র টিকিট

২২ মে: ১ জুনের টিকিট

২৩ মে: ২ জুনের টিকিট

২৪ মে: ৩ জুনের টিকিট

২৫ মে: ৪ জুনের টিকিট

২৬ মে: ৫ জুনের টিকিট

২৭ মে: ৬ জুনের টিকিট

প্রতিদিনের টিকিট নির্ধারিত তারিখেই অনলাইনে উন্মুক্ত করা হচ্ছে।

রেলওয়ের সূত্র বলছে, ঈদ উপলক্ষে ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের জন্য মোট ৩৩ হাজার ৩১৫টি আসন বরাদ্দ রাখা হয়েছে। যাত্রীদের ভিড় ও হয়রানি এড়াতে এবার শতভাগ টিকিট অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে এই আগাম টিকিট ফেরতযোগ্য নয়, অর্থাৎ কিনে নিলে তা বাতিল বা রিফান্ড করা যাবে না।

বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে, কেউ যেন অপ্রয়োজনে স্টেশনে ভিড় না করেন। বরং নির্ধারিত সময়ে অনলাইনে প্রবেশ করে নিজের প্রয়োজন অনুযায়ী টিকিট কেটে যাত্রা নিশ্চিত করুন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রায় ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক করতে পর্যাপ্ত নিরাপত্তা, ভ্রাম্যমাণ দল ও তথ্যসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি ট্রেনসমূহ সময়মতো পরিচালনার জন্যও বিশেষ নজরদারি থাকবে।

দ্রুত টিকিট পেতে ভিজিট করুন: eticket.railway.gov.bd অথবা ‘রেলসেবা’ মোবাইল অ্যাপ।

Share Now

এই বিভাগের আরও খবর