সীমান্ত দিয়ে আরও ৫৪ জনকে পুশইন করেছে বিএসএফ


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দু’দফায় ৫৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে। রোববার ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে দেয়।
বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দফায় হরিহরনগর সীমান্তের নবদুর্গাপুর মাঠ থেকে ৪৫ জনকে আটক করা হয়। তাদের মধ্যে পুরুষ ৮ জন, নারী ১৬ জন এবং শিশু ২১ জন।
পরবর্তীতে ভোর সাড়ে ৪টার দিকে আরেক অভিযানে একই সীমান্ত এলাকা থেকে ৯ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ৩ জন করে নারী, পুরুষ ও শিশু রয়েছে।
আটক ব্যক্তিরা বিজিবিকে জানান, তারা ভারতের গুজরাট ও হরিয়ানায় পরিবারসহ দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। সম্প্রতি বসতঘর ভেঙে দিলে তারা নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করেন।
পরে ২৫ মে রাত আড়াইটায় কাটাতারের গেট খুলে বিএসএফ জোরপূর্বক তাদের বাংলাদেশে পুশইন করে।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫৪ জনকে জীবননগর থানায় সোপর্দ করেছে বিজিবি।