দেশের ২৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আপডেট: May 26, 2025 |
inbound191598843907714809
print news

সোমবার (আজ) দেশের ২৮ জেলার কিছু কিছু এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুর সাড়ে ১২টায় এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।

বলা হয়েছে, সন্ধ্যা ৭টার মধ্যে এসব অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার বেশি গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি বা বজ্রপাত হতে পারে।

যেসব জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা:

চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, খুলনা, গোপালগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, জামালপুর, শেরপুর, সিলেট, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বরিশাল, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা ও মানিকগঞ্জ।

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বজ্রপাতের সময় ঘরের বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা জায়গা, মাঠ ও উঁচু জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে।

সতর্কতা:

বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকুন

গাছের নিচে অবস্থান করা থেকে বিরত থাকুন

বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করাই ভালো

এমন পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Share Now

এই বিভাগের আরও খবর