আজকের মধ্যে শপথ চেয়ে মন্ত্রণালয়কে ইশরাকের তাগিদ নোটিশ

আপডেট: May 26, 2025 |
inbound8011340890465581007
print news

মেয়র পদে শপথ চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে ফের চিঠি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

আজ সোমবার সকালে ইশরাক হোসেনের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এই তাগিদ নোটিশ পাঠান।

এর আগেও গত ১৭ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে একই বিষয়ে চিঠি দিয়েছিলেন ইশরাক।

এবার নোটিশে উল্লেখ করা হয়েছে, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ পাঠ করানোর বিধান থাকলেও আজ ২৬ মে সেই সময়সীমার শেষ দিন, অথচ এখনো শপথ গ্রহণের কোনো উদ্যোগ নেয়নি মন্ত্রণালয়।

নোটিশে বলা হয়, ২০২০ সালের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ইশরাক। নির্বাচনের পর নানা অনিয়মের অভিযোগ তুলে তিনি আদালতে যান।

এরপর চলতি বছরের ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ফজলে নূর তাপসের জয় বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। সে অনুযায়ী গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯–এর ধারা ৭(২) অনুযায়ী, নির্বাচিত মেয়রদের নাম গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ গ্রহণ করানোর বিধান রয়েছে। কিন্তু গেজেট প্রকাশের পর ২৯ দিন পার হলেও ইশরাককে শপথ পাঠ করানো হয়নি।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নোটিশে হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের (২৬ মে) মধ্যে শপথ পাঠ করানোর ব্যবস্থা না নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর