দলে শাকিবকে ফিরতে হলে পারফরম্যান্স করেই ফিরতে হবে : বিসিবি

আপডেট: May 26, 2025 |
boishakhinews 85
print news

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরায় সাকিব আল হাসান আবার আলোচনায় বাংলাদেশ ক্রিকেটে। বোলিং অ্যাকশন শুধরে পাকিস্তান সুপার লিগে তিন ম্যাচ খেলেছেন। সামনে তার আরও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগ রয়েছে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের কি বাংলাদেশের জার্সিতে ফেরার সম্ভাবনা রয়েছে? বিসিবি কী ভাবছে?

টেস্ট ক্রিকেট ছেড়েছেন সাকিব। নিজের শেষ টেস্ট খেলতে বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সাকিব ফিরতে পারেননি। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা তার। কিন্তু দলে সুযোগ পাবেন কিনা সেটাই বিরাট প্রশ্ন। দলে তাকে ফিরতে হলে পারফরম্যান্স করেই ফিরতে হবে। সেটা দেখবেন নির্বাচকরা।

তবে বিসিবি সাকিবকে নিয়ে খোলা মনেই আছে। বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু সোমবার বলেছেন, ‘‘ডেফিনিটলি নট (সম্পর্ক শেষ নয়)। আমাদের যে ম্যানেজমেন্ট আছে, টিম ম্যানেজমেন্ট, টিম সেটআপ… আর সাকিব তো প্রথম টুর্নামেন্ট খেলল শুধরানোর পর। সেটা সামনে দেখার ব্যাপার। তবে সে বিশ্বমানের ক্রিকেটার। যে কোনো দলের জন্য সে একটা সম্পদ। আমাদের নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের বিবেচনায় সবসময় থাকে।”

 

সাকিব কেবল তিন ম্যাচ খেলেছেন। ব্যাটিংয়ে দুটিতেই ডাক। একটিতে নামার প্রয়োজন হয়নি। বোলিংয়ে পেয়েছেন কেবল এক উইকেট। সাকিবকে আরও বেশি ম্যাচ ও সময় দেওয়ার কথা বললেন মিঠু, ‘‘সাকিব শুধরে যে এলো, এরপর মাত্রই তো তিনটি ম্যাচ খেলল। আরও কয়েকটি ম্যাচ খেলতে দিন, তখন এই প্রশ্নের উত্তর দিতে পারব।”

গত ১ অক্টোবর ভারতের বিপক্ষে কানপুর টেস্টের শেষ দিনের পর বাংলাদেশের জার্সিতে আর দেখা যায়নি সাকিবকে। দেশের ক্রিকেটের বর্তমান যে অবস্থা, তাতে সীমিত পরিসরে সাকিব পারফর্ম করলেই খেলতে পারেন। ৩৮ বছর বয়সী ক্রিকেটার আবার ফিরতে পারবেন কিনা, তা সময়ের ওপর ছেড়ে দিয়েছেন।

বিসিবির এই পরিচালক জাতীয় দলের পারফরম্যান্স ঘাটতিতে উদ্বিগ্ন। তবে একেবারেই আশাহত নন। ‘‘অ্যালার্মিং তো পরের কথা…। তবে অবশ্যই বাংলাদেশ দলের পারফরম্যান্স একটা বড় ইস্যু জনপ্রিয়তার জন্য। আপনাদের বুঝতে হবে যে, এই মুহূর্তে আমাদের দলটা নতুন। চারজন সিনিয়র ক্রিকেটার (সাকিব, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ) চলে যাওয়ার পর একটা শূন্যতা তৈরি হয়েছে। আমার মনে হয়, প্রতিভা আছে। আগেও বলেছি, অ্যাপ্লিকেশনের অভাব। যত ম্যাচ খেলবে, তারা উন্নতি করবে। আমার মনে হয়, আমরা যে পর্যায়ে আছি, আমাদের কেবল উন্নতিই হবে।”

বাংলাদেশ দল এখন রয়েছে পাকিস্তানে। পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি খেলবে ২৮ ও ৩০ মে এবং পহেলা জুন।

Share Now

এই বিভাগের আরও খবর