পুনরায় চালু হচ্ছে বাংলাদেশ-সিঙ্গাপুরের ফুটবল ম্যাচের টিকিট বিক্রি

আপডেট: May 26, 2025 |
boishakhinews 87
print news

আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। দীর্ঘ সময় সংস্কারের পর ঢাকা স্টেডিয়ামে আবারও ফিরছে ফুটবল ম্যাচ। এই ম্যাচে বাড়তি পাওয়া হামজা চৌধুরী। প্রথমবার বাংলাদেশের মাটিতে খেলতে যাচ্ছেন হামজা। জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে হামজাদের ম্যাচ দেখতে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

কিন্তু টিকিট কাটতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয় ফুটবলপ্রেমীদের। অনলাইনে টিকিট ছেড়েছিল বাফুফে। এজন্য টিকিফাইকে (tickify.live) দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু অভিজ্ঞতা ভালো হয়নি ফুটবল নিয়ন্ত্রক সংস্থা বাফুফের। ওয়েবসাইট হ্যাক হওয়ায় ঝামেলা পোহাতে হয়েছিল। যদিও শঙ্কা কাটিয়ে আজ সোমবার রাত ১০টা থেকে পুনরায় চালু হচ্ছে টিকিট বিক্রয় কার্যক্রম। এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।

সোমবার (২৬ মে) কুল-বিএসজেএ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। টুর্নামেন্টের উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাফুফে সভাপতি বলেন, “বাফুফে সব সময় ইনোভেটিভ কাজ করে থাকে। প্রথমবার ভুল-ত্রুটি হতে পারে, এটা স্বীকার করে নিয়েছি। দুটি আইপি অ্যাড্রেস থেকে সাইবার আক্রমণ হয়েছে। এজন্য সার্ভার ডাউন ছিল। টিকিট সংগ্রহ পর্যায় থেকে স্টেডিয়ামে প্রবেশ পর্যন্ত আমরা নজরদারি রাখব। আমরা আশাবাদী আজ আবার রাত ১০টা থেকে সাইট ও প্ল্যাটফর্ম অন হবে, সীমিত পরিসরে হলেও।”

সংস্কারের পর ২২ হাজার দর্শক একসঙ্গে বসে মাঠে খেলা দেখতে পারবেন। ধারণা করা যাচ্ছে, প্রায় ২৫ হাজার দর্শক মাঠে উপস্থিত থাকবেন।

স্টেডিয়ামের বাইরে বাফুফের বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানালেন তাবিথ আউয়াল, “স্টেডিয়াম গ্যালারি ১৮ হাজার। এর বাইরে হাজার দুয়েক। দুর্ভাগ্যজনক হলেও বাস্তবতা হলো—অনেক সমর্থককে সীমিত আসনের জন্য স্টেডিয়ামের বাইরে থাকতে হবে। তাদের জন্য আমরা বাইরে ব্যবস্থা করব। বাফুফের পক্ষ থেকে আটটি বিভাগীয় শহরে ফ্যান জোন করা হচ্ছে। অনেকেই ব্যক্তি উদ্যোগেও করছে।”

এশিয়ান কাপ বাছাইয়ে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন মূল পর্বে খেলতে পারবে। বাংলাদেশের গ্রুপে ভারত, সিঙ্গাপুর ও হংকং—চার দলেরই সমান এক পয়েন্ট এবং গোল ব্যবধানও শূন্য। তাই ১০ জুনের ম্যাচটি গুরুত্বপূর্ণ মনে করছেন বাফুফে সভাপতি।

তার মতে, বাংলাদেশের খুব ভালো সম্ভাবনা আছে এশিয়ান কাপ খেলার, “আমি আশাবাদী এখনো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে। আমাদের গ্রুপটি বেশ কঠিন। প্রতি দলেরই এক পয়েন্ট ও গোলও শূন্য। সিঙ্গাপুর ম্যাচের পর টেবিলের অবস্থান নিশ্চয়ই বদলাবে। আমি সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আশাবাদী।”

Share Now

এই বিভাগের আরও খবর