সম্মান্সূচক ডক্টরেট ডিগ্রী পেলেন ড. মুহাম্মদ ইউনুস

আপডেট: May 30, 2025 |
inbound3515459828280442665
print news

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান সোকা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি টোকিওতে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সোকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়ামাদা তাতসুহিরো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি অধ্যাপক ইউনূসের শিক্ষা, সমাজসেবা ও মানবাধিকার প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য এই সম্মাননা প্রদান করেন।

অধ্যাপক ইউনূস তাঁর বক্তব্যে বলেন, “এই সম্মাননা শুধু আমার একার নয়, এটি বাংলাদেশের প্রতিটি মানুষের সম্মান। আমি আশা করি, আমাদের দেশ ও জাতি আরও এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত হবে।”

সোকা বিশ্ববিদ্যালয় ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বিশ্বে শান্তি, মানবাধিকার ও শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য সুপরিচিত। বিশ্ববিদ্যালয়টি প্রতি বছর বিশ্বব্যাপী বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে থাকে।

এই সম্মাননা বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে, এদিন টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সারেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দুদেশের মধ্যে ৬ টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের জন্য ১.০৬৩ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেয় জাপান।

জাপান সফর শেষ করে, প্রধান উপদেষ্টা শনিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে টোকিও ত্যাগ করবেন। তিনি ওই দিন গভীর রাতে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এর আগে, গত ২৭ মে অধ্যাপক ইউনূস চার দিনের জাপান সফরে টোকিও পৌঁছান।

Share Now

এই বিভাগের আরও খবর