সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: May 31, 2025 |
inbound3628124955628435133
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: আজ সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে “তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক জুলিয়া যেসমিন মিলি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, যুগে যুগে তরুণদের মাধ্যমেই বড় বড় পরিবর্তন এসেছে। সামাজিক সচেতনতা সমাজের মূল্যবোধ বৃদ্ধিতেও তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।

নিজেদের সীমাবদ্ধতার উপরে এসে দেশ ও জাতি গঠনে কাজ করার মনমানসিকতা থাকা প্রয়োজন। নিজের সম্মান বৃদ্ধির জন্য নিজেকেই কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিস, সিলেট এর পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।

তার উপস্থাপনায় বাংলাদেশের প্রেক্ষিতে তরুণদের অবস্থান, শ্রমবাজারে তরুণদের অবদান, তরুণদের উপর সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ, উদ্ভাবনী প্রচেষ্ঠায় তরুণদের অংশগ্রহণ, ৪র্থ শিল্প বিপ্লবেরসুফল কিভাবে দেশের জন্য কাজে লাগানো যায়, তরুণদের সময়োপযোগী ও তরুণদের মানবিক গুনাবলীতে সমৃদ্ধ করে কিভাবে আধুনিক ও ন্যায্য বাংলাদেশ গঠন করা যায় এসব বিষয় স্থান পায়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ৫২,৭১ ও ২৪ এ তরুণদের অবদান সকলেই শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং করবে।

এখনি শ্রেষ্ঠ সময় আমাদের তরুণদের মাঝে উদ্ভাবনী মনোভাব বিকাশে কাজ করার। সামাজিক নেতৃত্বে তরুণদের অংশগ্রহণ বাড়াতে পারলে বৈষম্যহীন সমাজ দ্রæত গঠন করা যাবে।

তিনি এ সময় আরও বলেন, সরকার তরুণদের উপর পর্যায়ক্রমে বিনিয়োগ বৃদ্ধি করছে।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ বলেছেন, বিভিন্ন ট্রেডে অসংখ্য তুরুণ বিদেশ যায়।

কোন একটি বিষয়ে অভিজ্ঞতা নিয়ে যা বিশেষজ্ঞ হয়ে বিদেশ যেতে পারলে আয় ও সম্মান বাড়ে।

তরুণদেরকে সময় ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে অনুরোধ করে বলেন, বিদেশে সবাইকে একত্রে থাকার চেষ্টা করা ভালো।

অনুষ্ঠানে গারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৩০০জন প্রশিক্ষণার্থী ও বিদেশগামী তরুণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান।

Share Now

এই বিভাগের আরও খবর