বগুড়া গাবতলী পৌর আওয়ামীলীগ সভাপতি আজিজার গ্রেফতার

আপডেট: June 2, 2025 |
inbound7856823137366229079
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার এজাহারনামীয় পালাতক আসামী ও গাবতলী পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকারকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

০২ জুন (সোমবার) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের রেলস্টেশন এলাকা থেকে আজিজার রহমান পাইকারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আজিজার রহমান পাইকার বগুড়ার গাবতলী উপজেলাধীন পাইকরপাড়া এলাকার মৃত- আকবর হোসেনের ছেলে।

তার বিরুদ্ধে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অন্তত তিনটি মামলাসহ একাধিক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

বগুড়ার (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার জানান,গ্রেফতারকৃত আাসমীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ দিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর