দ্রুতই ‘জুলাই চার্টার’ গৃহীত হবে আশা প্রধান উপদেষ্টার

আপডেট: June 2, 2025 |
inbound5005435977122348569
print news

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর মিটিং শুরু হয়েছে। মিটিংয়ের শুরুতে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে খুব দ্রুত ‘জুলাই চার্টার’ গৃহীত হওয়ার আশা প্রকাশ করেন।

সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এসব কথা বলেন প্রেস সচিব। তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক চলছিল।

তিনি বলেন, বৈঠকে রাজনৈতিক দলের যারা আছেন সবাই কথা বলবেন। ২৮টি রাজনৈতিক দলের অলমোস্ট সবাই এসেছেন।

প্রেস সচিব বলেন, আমার জানামতে এই সপ্তাহে আরেকটি মিটিং আছে। এমনও হতে পারে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের একসঙ্গে করে বসা হবে।

আগে যেমন একেকটি রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের আলাদা বৈঠক হয়েছে, এখন এমন হতে পারে যে, একেকটি পলিটিক্যাল পার্টির একজন করে বেশ কয়েকটি দলের নেতারা মিলে একসঙ্গে কথা বলবেন।

শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর উদ্দেশে প্রধান উপদেষ্টা ৪ মিনিটের একটি বক্তব্য দিয়েছেন। প্রথম পর্বের বৈঠকের সমাপ্তি ঘোষণা করেছেন এবং দ্বিতীয় পর্বের বৈঠকের উদ্বোধন ঘোষণা করেছেন।

তিনি সবাইকে বৈঠকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশের মানুষের জন্য দেশের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট।

যে সমস্ত পলিটিক্যাল পার্টি এই ডায়ালগে যুক্ত হয়েছেন, নতুন বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পেয়েছি। সেই মোতাবেক সবাই কাজ করছেন।

তিনি আরও বলেন, যেসব জায়গায় রাজনৈতিক দলগুলো দ্বিমত পোষণ করছে সেসব ইন্টেনসিভ জায়গাগুলো নিয়ে এখন আলোচনা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর