টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, একই পরিবারের ৩ জন নিহত

আপডেট: June 3, 2025 |
inbound3495269011196750441
print news

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার কামারচর এলাকার আমজাত আলী (৫০), তার ছেলে অটল (১৪) ও আতুল (২৪)।

আহত ৩ জন টাঙ্গাইল টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে দুইজন নারী ও একজন শিশু রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় তিনজন নিহত হন এবং আহত হয় আরও তিনজন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের ছুটিতে মাইক্রোবাসযোগে তারা ঢাকা থেকে বাড়ি ফিরছিল।

পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকার পৌঁছলে দুর্ঘটনার শিকার হয়ে বাবা ও তার দুই ছেলেসহ একই পরিবারের ৩ জন ঘটনাস্থলে মারা যায়। আহত হয় ৩ জন।

তিনি জানান, খবর পেয়ে আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং নিহতদের মরদেহগুলোও উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর