ঈদে দিন কেমন থাকবে দেশের আবহাওয়া, জানাল আবহাওয়া অধিদপ্তর

আপডেট: June 3, 2025 |
inbound607574668236987383
print news

আগামী শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপনের দিনে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ওই দিন তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার (৩ জুন) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ পরিস্থিতিতে আজ থেকে রোববার (৮ জুন) সকাল পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎচমকসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।

খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আজ থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভের সম্ভাবনাও রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (৪ জুন) দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (৫ জুন) ও শুক্রবার (৬ জুন) দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঈদের দিন শনিবার (৭ জুন) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আগামী পাঁচ দিনের বর্ধিত আবহাওয়া পর্যবেক্ষণে বিশেষ বৃষ্টিপাতের পূর্বাভাস নেই, তবে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Share Now

এই বিভাগের আরও খবর