এবারের বাজেট জনবান্ধব ও ব্যবসাবান্ধব: অর্থ উপদেষ্টা

আপডেট: June 3, 2025 |
inbound4026967888970611364
print news

এবারের জাতীয় বাজেটকে জনবান্ধব ও ব্যবসাবান্ধব বলে উল্লেখ করেছেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “বাজেটের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করা।”

মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, বাজেটে নতুন কিছু উদ্যোগ থাকলেও বাস্তবতার নিরিখে হঠাৎ করে বড় ধরনের কোনো ‘বিপ্লবী পরিবর্তন’ আনা সম্ভব নয়। “আমরা চেষ্টা করেছি এনবিআরকে পুনর্গঠন করতে। বিদেশি ঋণের বিষয়েও ইতিবাচক অগ্রগতি হয়েছে,” বলেন তিনি।

তিনি বলেন, “অনেকে বলছেন আগের বাজেটের ধারা অনুসরণ করা হয়েছে। কিন্তু আমরা চেয়েছি ধাপে ধাপে সংস্কার আনতে। বাজেট এখনো ওপেন। জনগণের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হবে।”

ড. সালেহউদ্দিন আরও বলেন, “এই বাজেট প্রতিকূল পরিস্থিতিতে একটি দৃষ্টান্ত স্থাপনের সুযোগ তৈরি করেছে। সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একসঙ্গে এগিয়ে গেলে আমরা সফলতা পাব।”

তিনি আশা প্রকাশ করেন, বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব হবে এবং জনগণের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

Share Now

এই বিভাগের আরও খবর