ঈদের টানা ছুটিতেও অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না: উপদেষ্টা

আপডেট: June 4, 2025 |
inbound6979720307791241312
print news

কোরবানির ঈদ ঘিরে টানা ১০ দিনের ছুটি দেশের অর্থনীতিতে ‘কোনো বিরূপ প্রভাব ফেলবে না’ বলে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, “স্থবির হওয়ার কোনো সুযোগ নেই। ব্যবসায়ীরা তাদের মত করে ব্যবসা করবেন। বাংলাদেশ ব্যাংক বলেছে কোন কোন দিন কোন কোন স্থানে ব্যাংক খোলা থাকবে। গরুর হাটে কিভাবে থাকবে।”

আগামী ৭ জুন সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। কোরবানির ঈদ উপলক্ষে এবার ৫ ও ৬ জুন এবং পরে ৮-১০ জুন মিলিয়ে মোট ৬ দিনের ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল।

পরে এর সঙ্গে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুনের ছুটি যোগ করেছে উপদেষ্টা পরিষদ। আর তারপর ১৩ ও ১৪ জুন শুক্র ও শনি সাপ্তাহিক ছুটি।

সব মিলিয়ে এবার ৫ থেকে ১৪ জুন, টানা দশ দিনের দীর্ঘ অবকাশে যাচ্ছেন চাকরিজীবীরা।

ছুটির প্রসঙ্গে অন্য দেশের সঙ্গে তুলনা টেনে সালেহউদ্দিন আহমেদ, “এরকম হলিডে পৃথিবীর অন্যান্য দেশে আরো বেশি থাকে।

বড়দিনে ২০ থেকে ২৫ দিন ছুটি থাকে। নেপালে দুর্গা পূজার সময় ৩০ দিন ছুটি থাকে। সুতরাং দেশ চলবে।কোনো রকম বিরূপ কিছু নেই৷ ইতোমধ্যে আমরা বাজেট দিয়ে দিয়েছি। বাজেটে মোটামুটি কর্মপন্থা কি হবে সে অনুযায়ী কাজ হবে।”

২০২৫-২৬ অর্থবছরের জন্য ঘোষিত বাজেট নিয়ে মন্তব্য এবং পরামর্শ ঈদের পরে নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

“১৯ জুন পর্যন্ত মতামত দিতে পারবে বাজেটের বিষয়ে। ২২ তারিখ কেবিনেট বৈঠকে বাজেট অনুমোদন হবে।“

তিন দিনে এটা করা সম্ভব হবে কী না জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, “আমরা আগে থেকেই বলেছি মতামত প্রতিনিয়তই আসতে থাকবে। একদিনেতো আর সব মতামত আসবে না। ইতোমধ্যে মতামত দেওয়া শুরু হয়েছে।”

Share Now

এই বিভাগের আরও খবর