ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে

আপডেট: June 7, 2025 |
inbound2672269321290282363
print news

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আজ শনিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

তবে আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

ঈদ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন। জামাতে কারি হিসেবে থাকবেন কারি মুহাম্মদ হাবিবুর রহমান ও কারি মো. ইসহাক, যাঁরা বায়তুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এই ঈদ জামাতের আয়োজন করছে। ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া জানান, ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল, রয়েছে ভিআইপি ব্লকে ২৫০ জনের নামাজের ব্যবস্থা।

নামাজ আদায়কারী মুসল্লিদের সুবিধার্থে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া অজু, পয়োনিষ্কাশন, সুপেয় পানির ব্যবস্থা, সার্বক্ষণিক মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স, ও নারী মুসল্লিদের জন্য পৃথক ব্লক ও প্রবেশপথসহ অন্যান্য সেবামূলক ব্যবস্থাও রাখা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর