চার দিনের সফরে আজ লন্ডন যাচ্ছেন ড. ইউনূস

আপডেট: June 9, 2025 |
boishakhinews24.net 9
print news

চার দিনের সরকারি সফরে আজ সোমবার যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, আগামী ১১ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে ড. ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার এই সফরকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা। তাঁরা মনে করছেন, প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের সরকারের সম্পর্ক আরও দৃঢ় করতে এই সফর সহায়ক হবে। ড. ইউনূসকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন তারা।

সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের নানা প্রত্যাশাও উঠে এসেছে। তারা বলছেন, দেশের প্রয়োজনে, সংস্কারের স্বার্থে এবং মাতৃভূমির প্রতি দায়িত্ববোধ থেকেই তারা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাবেন এবং সম্মাননা জানাবেন। তাদের মতে, ড. ইউনূসের কাছে বাংলাদেশের অনেক কিছু চাওয়া-পাওয়ার আছে। প্রবাসীদের আশা, এই সফরের মাধ্যমে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের একটি ইতিবাচক ও উন্নত ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠবে।

এর আগে, সম্প্রতি পূর্ব লন্ডনের বাংলা পাড়া পরিদর্শন করেন রাজা তৃতীয় চার্লস। স্থানীয় প্রবাসীদের সঙ্গে আলাপচারিতায় সেখানে ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গও উঠে আসে।

Share Now

এই বিভাগের আরও খবর