হজ পালন শেষে দু’দিনে দেশে ফিরেছেন ৮ হাজার ৬০০-এর বেশি হাজি

আপডেট: June 12, 2025 |
boishakhinews24.net 138
print news

পবিত্র হজ পালন শেষে গত দু’দিনে ২২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৮ হাজার ৬০৬ জন বাংলাদেশি হাজি। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৮৩৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৭ হাজার ৭৬৯ জন।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে হজ পোর্টালের ‘পবিত্র হজ–২০২৫’ বিষয়ক বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছর ৫ জুন সৌদি আরবে অনুষ্ঠিত হয় পবিত্র হজ। এরপর ১০ জুন (মঙ্গলবার) থেকে শুরু হয় হাজিদের ফিরতি ফ্লাইট। হজ শেষে বুধবার (১১ জুন) মধ্যরাত পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে ফিরেছেন ১ হাজার ৪০৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩ হাজার ১৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১০টি ফ্লাইটে ফিরেছেন ৪ হাজার ১২ জন।

চলতি মৌসুমে ফিরতি ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট বাংলাদেশি হজযাত্রী ছিলেন ৮৭ হাজার ১৫৭ জন (এর মধ্যে ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সদস্যরাও রয়েছেন)। তাদের সৌদি আরবে পৌঁছাতে তিনটি এয়ারলাইন্স পরিচালনা করেছে মোট ২২৪টি ফ্লাইট। এর মধ্যে—

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্স: ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স: ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন হাজিকে সৌদি আরবে পৌঁছে দেয়। হজযাত্রীদের সৌদি যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ হয় ৩১ মে।

চলতি হজ মৌসুমে সৌদি আরবে হজ পালনকালে এখন পর্যন্ত ২৩ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে মক্কায় ১৫ জন, মদিনায় ৭ জন এবং আরাফার ময়দানে ১ জন মারা যান।

Share Now

এই বিভাগের আরও খবর