বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন যাত্রীরা

আপডেট: June 14, 2025 |
inbound5307584509497127963
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অতিরিক্ত ভাড়া ফেরত পেয়েছেন যাত্রীরা।

এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য দুটি পরিবহনকে ১৮ (আঠারো) হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

১৩ জুন (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বগুড়ার শহরের চারমাথা এলাকায় সেনাবাহিনী ও প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মানুন এবং সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ফারাদের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য হানি গাড়িকে ১০(দশ) হাজার এবং সোনারতরী গাড়িকে ৮ (আট) হাজার মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সাথে বেশ কয়েকটি বাসের সকল যাত্রীকে অতিরিক্ত ভাড়া আদায়ের টাকা বুঝিয়ে দেওয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর